শনিবার, ২৫ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
চারঘাট প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে ফেন্সিডিলসহ উপজেলার রাওথা গ্রামের ছালাম (২৯) ও জালাল (২৭) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছালাম ও জামাল রাওথা গ্রামের আতাহার আলীর ছেলে।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মণ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সকাল ৭টায় বাঘা মহাসড়কে উপজেলার রাওথা গ্রামের মি-সাহেব মোড় থেকে মোটরসাইকেলসহ ছালাম ও জালালকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চল্লিশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, এ ব্যাপারে ছালাম ও জালালের বিরুদ্ধে মামলা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।