চারঘাটে ফেন্সিডিলসহ ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: মার্চ ৬, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:চারঘাটে ৬৮৬ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (৫ মার্চ) রাতে চারঘাটের রাউথা এলাকা থেকে হায়দার আলীকে (৩২) গ্রেফতার করে। গ্রেফতারকৃত হায়দার আলী দামকুড়া খোলাবোনা এলাকার বাবুল শেখের ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল চারঘাটের রাওথায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার থেকে ৬৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এবিষয়ে তার বিরুদ্ধে চারঘাট থানায় মামলা হয়েছে।