চারঘাটে বই উৎসব

আপডেট: জানুয়ারি ১, ২০২৪, ১০:৪৮ অপরাহ্ণ


চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:


সোমবার (১ জানুয়ারি) মাসে কচি নরম মনের শিশুদের মাঝে বিনামূল্যে (৬ষ্ঠ-নবম) শ্রেণিতে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও এই বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজনে সোমবার সকালে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় ও চারঘাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পৃথক পৃথকভাবে এই বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।

চারঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মানজুরা মুশাররফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেন, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, চারঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা সুলতানাসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ