বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
২০২৩-২৪ অর্থবছওে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে সোমবার (১ জানুয়ারি) সকাল ১১টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্য্যালয় আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগ মৎস্য অধিদপ্তর,উপ পরিচালক আব্দুল ওয়াহেদ মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারী পরিচালক রাজশাহী সরদার মহীউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়নের মৎস্য জেলেরা। অনুষ্ঠান শেষে প্রথম-দ্বিতীয় পর্যায়ে মোট ৩২ টি বকনা বাছুর জেলেদের বিতরণ করা হয়।