চারঘাটে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন

আপডেট: আগস্ট ৪, ২০১৭, ১:২৯ পূর্বাহ্ণ

চারঘাট প্রতিনিধি


চারঘাটে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম-সোনার দেশ

যোগাযোগ খাতের উন্নয়নের লক্ষ্যে রাজশাহীর চারঘাট উপজেলায় এক কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও প্রকৌশলী দফতরের আয়োজনে এসব কাজের উদ্বোধন করা হয়।
উপজেলার শিবপুর লালমনতলা শরিফ বাড়ি থেকে বাবুলের বাড়ি পর্যন্ত ৩শ মিটারসহ নন্দনগাছি হাবিবপুর জাহাঙ্গীর বাড়ি ৫শ মিটার, সরদহ ইউনিয়নের হেমান্ত মোড় থেকে বামনদিঘী ৭শ মিটার, ঝিকরা চারাবট তলা থেকে বামনদিঘী এক হাজার ৭২৮ মিটার রাস্তার ভিত্তিপ্রস্তুর স্থাপনের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, উপজেলা শলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. মফিজ উদ্দিন, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, নিমপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মেছের আলী, সাধারণ সম্পাদক শাহীন ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম ও ছাত্রলীগ আল মামুন তুষারসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।