শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
চারঘাট (রাজশাহী ) প্রতিনিধি:
‘আমরা একটি ব্যবসায়িক নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানাচ্ছি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যথাযথ মর্যাদায় রাজশাহীর চারঘাটে বিশ্ব ন্যায্য বাণিজ্য দিবস পালিত হয়েছে। শনিবার (১১ মে) সকালে থানাপাড়া সোয়ালোজ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে সংস্থার নিজস্ব উৎপাদন সেন্টারে সংস্থার নির্বাহী পরিচালক রায়হান আলীর সভাপতিত্বে এই দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চারঘাটে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার জেনারেল ম্যানেজার মাইনুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন রুলফাও-রাজশাহীর পরিচালক আফজাল হোসেন, শাপলা-নাটোর এর নির্বাহী পরিচালক আশরাফুজ্জামান, প্রডিউসার রিলেশন ম্যানেজার জান্নাতুল মুনতেহিরা মৌটুসি ইলা, প্যাটার্ন কাটার মোফাজ্জল হোসেন, জাপানিজ ইন্টার্ন মাদোকা সাসাদা ও লিও হিংকেলম্যানসহ সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারী, উৎপাদনকারী ও সাংবাদিকবৃন্দ।