সোমবার, ১৬ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে শলুয়া ইউনিয়নের ফতেপুর গ্রামে এক বুদ্ধিপ্রতিবন্ধী (১৫)কে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। বুধবার (২০ মার্চ) উপজেলার ফতেপুর গ্রামের এক আমবাগানে ধর্ষণ করার চেষ্টার ঘটনা ঘটে।
শনিবার (২৩ মার্চ) কিশোরী মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দাযের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার ওইদিন ধষিতার মা স্থানীয় বাজারে সবজি কিনতে যায়। সবজি কিনে ফিরে এসে ধর্ষিত প্রতিবন্ধী বাড়িতে দেখতে না পেয়ে খোঁজা-খুজি শুরু করে। খোঁজা-খুজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি আমবাগানে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে খুঁজে পায় এবং অভিযুক্ত যুবককে পালাতে দেখতে পায়।
শলুয়া ইউনিয়নের মেম্বার মুক্তা জানান, এলাকায় মাদক সহ বিভিন্ন অনৈতিক কাজে কেউ জড়িত থাকলে কোন ছাড় নেই। আটককৃত ওই যুবক একই গ্রামের গাফফার আলীর ছেলে শান্ত ইসলাম (২১)। ঘঁটনার সত্যতা নিশ্চিত পেয়ে থানা পুলিশকে খবর দিলে আটককৃত শান্ত ইসলামকে থানায় সোর্পদ করা হয়।
এই বিষয়ে চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ এএস এম সিদ্দিকুর রহমান বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে,তবে এ রির্পোট লিখা পর্ষন্ত মামলার প্রস্তুতি চলছে।