বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
চারঘাট প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে উপজেলার মোক্তারপুর মধ্যপাড়ায় গ্রামে বোন মাসুরা খাতুনের বাড়ির পাশে থেকে ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। পুঠিয়া থানার দৌমাড়ী গ্রামের আবদুল হামিদের ছেলে আবদুল গাফফার। গত রোববার গভীর রাতে জলিলের আম বাগানে গাছের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে তার বোন জানান।
মডেল থানা পুলিশ সূত্রে ও তার পারিবারিক লোকজন জানান, গাফফার (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল সোমবার সকালে স্থানীয় লোকজন মাঠে প্রতিদিনের মতো যাওয়ার পথে আম বাগানে গাছের ডালের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসী ও পুলিশকে খবর দেয়। নিহত বোন মাসুরা জানান, আমার ভাই একজন মানসিক ভারসাম্য রোগে আক্রান্ত। রাতে ঘরে না পাওয়া গেলে এবং পুঠিয়া বাপের বাড়ি খবর নিয়ে বা এলাকায় অনেক খোঁজাখুজি করে তাকে পাওয়া যায় নি। পরের দিন সোমবার সকালে লোকজন মুখে শুনি ভাই মারা গেছে। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিযে আম বাগান থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ ব্যাপারে নিহতের পরিার পক্ষে বড় বোন তাসলিমা ও স্ত্রী শারমিন আক্তারের কোনো অভিযোগ নেই বলেও জানান।
এ ব্যাপারে মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান মডেল থানার উপপরিদর্শক আখের আলী। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।