চারঘাটে ভিজিএফ চাল বিতরনে অনিয়মের অভিযোগ

আপডেট: মার্চ ২৬, ২০২৫, ৪:২৬ অপরাহ্ণ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি :


রাজশাহীর চারঘাট উপজেলার একমাত্র পৌরসভায় গরীব দুখি অসহায়দের জন্য সরকারি বরাদ্দের ইদের উপহার ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ভিজিএফ চাল বিতরনে দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা সমন্বয়কারী গ্রাম-আদালত প্রকল্প এর ইমতিয়াজ আহমেদ এর অনুপস্থিতিতেই চাল বিতরণ শুরু করেন পৌর কর্তৃপক্ষ।

তবে ট্যাগ অফিসারের দাবি এ সংক্রান্ত কোন চিঠি পৌর কর্তৃপক্ষ থেকে তিনি পাননি। তবে চাল বিতরণের শেষ মুহূর্তে পৌর কর্তৃপক্ষ তাকে ফোনে জানালে তিনি সেখানে উপস্থিত হোন। এ দিকে চাল বিতরণে কোনরূপ অনিয়ম হচ্ছে না বলে দাবি করেছেন পৌর নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন।

পৌরসভা সূত্রে জানা যায়, ৩ দিন ব্যাপি পৌরসভার প্রায় ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬১০টি ভিজিএফ কার্ডেও অনুকুলে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। ইতোমধ্যে গত মঙ্গলবার পৌরসভার ১নং ওয়ার্ড, ২নং ওয়ার্ড ও ৩ নং ওয়ার্ডের ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত এই চাল বিতরণকালে অনিয়মের একাধিক অভিযোগ পাওয়া যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভিজিএফ এর চাল বিতরণে ১০ কেজি চাল দেবার কথা থাকলেও বালতির মাধ্যমে ৮-৯ কেজি চাল বিতরণ করা হচ্ছে। এমনকি চাল মাপার জন্য ডিজিটাল স্কেল মেশিন ব্যবহার করার নিয়ম থাকলেও সেটাকে তোয়াক্কা না করে পৌরসভা কর্তৃপক্ষ নিজের ইচ্ছা মত প্লাস্টিকের বালতির মাধ্যমে চাল বিতরণ অব্যাহত রেখেছেন।

অপরদিকে নিয়ম বহির্ভুতভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সক্রিয় উপস্থিতি ও তদারকির মাধ্যমে চাল বিতরণ করা হচ্ছে। ডিজিটাল স্কেল ব্যবহার প্রসঙ্গে তথ্য নিতে আসা সাংবাদিকদের প্রশ্নে ভিজিএফ চাল বিতরণ কাজে নিয়োজিত পৌরকর্মকর্তারা বলেন, পৌর প্রশাসক চলতি দায়িত্বে ইউএনও’র নির্দেশে তারা বালতি ব্যবহার করছেন।

ভিজিএফ চাল নিতে আসা একাধিক উপকারভোগী জানান, আমাদের প্রত্যেক ভিজিএফ কার্ড এর জন্য ১০ কেজি চাল দেয়ার কথা থাকলেও ৮-৯কেজি করে দেয়া হচ্ছে। বালতিতে মেপে চাল দেয়া হচ্ছে। ফলে বাইরে মেপে দেখা যায় প্রত্যেককে চাল কম দেয়া হচ্ছে। এদিকে কার্ড বিতরণে অনিয়মে অনেক নিম্ন আয়ের হতদরিদ্ররা কার্ড পায়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী আমির হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস বলেন, এ পর্যন্ত কিছু অনিয়মের খবর আমার কাছে এসেছে। শুনেছি কয়েকজন অসুস্থ ব্যক্তির চাল একত্রে করে একটি ভ্যানে নিয়ে গেছে।

 

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ