চারঘাটে ভিজিডি উপকারভোগীদের মাঝে অর্থ সহায়তা প্রদান

আপডেট: জানুয়ারি ১৯, ২০১৭, ১২:০৯ পূর্বাহ্ণ

চারঘাট প্রতিনিধি


রাজশাহীর চারঘাট উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর কর্তৃক পরিচালিত ভিজিডি কর্মসূচির আওতায় ২০১৫-১৬ সালের ভিজিডি কার্ড উপকারভোগীদের ফেরৎ টাকা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকালে সঞ্চয় ও ব্যাংক লাভাংশসহ পর্যায়ক্রমে উপজেলার ৬টি ইউনিয়নে এ টাকা প্রদান করা হয়।
পৃথকভাবে চারঘাট ও সরদহ ইউনিয়নে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারঘাট ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান, ভিজিডি কার্যক্রম চুক্তিবদ্ধ পার্টনার এনজিও’র পরিচালক আলিমা খাতুন, সচিব আবদুর রহিম, সকল ইউপি সদস্যসহ অন্য দফতরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান শেষে ৬টি ইউনিয়নে ১ হাজার ৫১৯ জনকে ভিজিডি কার্ড উপকারভোগীদের সঞ্চয় ও ব্যাংক লাভাংশসহ ফেরৎ ১৬ লাখ পঞ্চাশ হাজার ২শ টাকা প্রদান করা হয়।