শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
সংবাদ প্রকাশের জেরে রাজশাহীতে কর্মরত দেশটিভির বিশেষ প্রতিনিধি ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী শাহেদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে রাজশাহী সিটি কর্পোরেশন এর ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের দায়েরকৃত মামলার প্রত্যাহারের দাবি ও তীব্র নিন্দা জানিয়েছেন চারঘাটে সকল সাংবাদিকবৃন্দ।
মঙ্গলবার সকালে উপজেলার চারঘাট বাজার চৌরাস্তার মোড়ে উপজেলার স্থানীয় সকল সাবংবাদিকবৃন্দ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন। এসময় উপস্থিত সাংবাদিকবৃন্দ তাদের বক্তৃতায় বলেন দেশ জুড়ে সাইবার অপরাধ আইনের অপব্যবহারের স্বীকার হচ্ছেন গনমান্ধ্যম কর্মীরা। সংবাদ প্রকাশ করলে প্রতিবাদ দেয়া যায় বা প্রেস কাউন্সিলে যাওয়া যায়। কিন্তু সংবাদ প্রকাশ করলে সাংবাদিককে হয়রানিমুলক ট্রাইবুনালে মামলা করা হয় যা চলতে দেয়া যেতে পারে না।
এসময় উপস্থিত ছিলেন চারঘাট প্রেসক্লবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট রিপোটার্স ইউনিটির সভাপাতি ওবায়দুল হক রবি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলী, চারঘাট প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিঠু রানা, সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দীন পিন্টু, সিনিয়র সদস্য মিজানুর রহমান, মাইনুল হক সান্টু, সদস্য জোবায়েদ ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।