শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
চারঘাট প্রতিনিধি
চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি রবিউল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। চারঘাট থানা পুলিশের একটি দল গত শনিবার রাতে রবিউলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রবিউল হলিদাগাছি গ্রামের শাহজাহান আলীর ছেলে। এ ব্যাপারে ওসি নিবারন চন্দ্র বর্মন জানান, রবিউল পুঠিয়া থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। সে র্দীঘদিন থেকে পলাতক ছিল। রবিউল তার বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের অভিযান চালিযে তাকে গ্রেফতার করা হয়।