শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চারঘাট প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলায় যৌতুক নিরোধ মামলার সাজাপ্রাপ্ত আসামি শাহ-মুখদম আলী বশীরকে (২৫) গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। গত শনিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি উপজেলার মোক্তারপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মোক্তারপুর গ্রামের আমির হামজার ছেলে বশীর।
এব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, সে দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় ছিল এবং তার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা রয়েছে। দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি বশীর নিজ বাড়িতে শুয়ে আছে এমন খবর পেয়ে শনিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়।