চারঘাটে ২০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ডিসেম্বর ১১, ২০২৪, ৮:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহীর চারঘাটে ২০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া দুইটার দিকে উপজেলার চকগোচর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, চারঘাট থানাধীন ফতেপুর গ্রামের মুন্তাজ আলীর পুত্র মিলন আলী (২২), মৃত তাজ মুহাম্মদের জমশেদ আলী (৫০), আব্বাস আলীর পুত্র আশিক মিয়া (২০) ও চারঘাটের কানজগাড়ি গ্রামের মৃত আক্কাস আলীর পুত্র রকি ইসলাম (৩২)।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চারঘাট থানাধীন চকগোচর গ্রামস্থ নুরুর মোড় পাঁকা রাস্তার উপর মাদক বিক্রির উদ্দেশ্যে তারা অবস্থান করছিল। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের ধরাও হয়। এসময় মিলনের দেহ তল্লাশি করে নীল রঙের এয়ারটাইট বিশেষ ধরণের পলিপ্যাকের মধ্যে ২০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে অন্য আসামিদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চারঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ