বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
চারঘাট (রাজশাহী ) প্রতিনিধি :
’সমবায়ে গড়র দেশ, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিপাদ্য বিষয়ে সারাদেশের ন্যায় চারঘাটেও যথাযথ মর্যাদায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২রা নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এর সহযোগিতায় ও উপজেলা সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীবৃন্দ আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন,র্যালি ,আলোচনা সভা ও ক্রেস প্রদানসহ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । দিবসটি উপলক্ষে পরিষদ চত্বওে থেকে র্যালীটি চারঘাট বাজার প্রদক্ষিন শেষে উপজেলা সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় দপ্তরের উপ-পরিদর্শক বুলবুল হোসেনের সঞ্চালনায় উপজেলা সমবায় কর্মকর্তা মহসীন মজুমদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা।
এসময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভুমি কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা সমবায় উপ-পরিদর্শক রেজাউল করিম,চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু ,সিনিয়র সদস্য শফিকুল ইসলাম, সরকারী কর্মকর্তা, মিয়াপুর সমবায় সমিতির সভাপতি ওবায়দুল হক বাবুলসহ ও বিভিন্ন ইউনিয়নের সমবায়ীবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ১০ জন সুফল ভোগীদের মাঝে চেক ও ক্রেস সম্মামনা প্রদান করেন ইউএনও সানজিদা সুলতানা।