চারঘাটে ৬০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট: জানুয়ারি ১৩, ২০২৫, ৯:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহীর চারঘাটে ৬০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ইউসুফপুর সিপাইপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারির নাম শিমুল হোসেন (২৩)। সে চারঘাটের ইউসুফপুর সিপাইপাড়া গ্রামের আবু বক্কার সিদ্দিকের পুত্র।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফেনসিডিল উদ্ধারের ঘটনায় অভিযুক্ত চারঘাটের মাদক কারবারি রাতুল হোসেন নামের এক ব্যক্তি পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে চারঘাট থানায় মামলা করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ