চারঘাট ও বাঘায় ৭২৩ পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত

আপডেট: অক্টোবর ৩০, ২০১৬, ১১:৫৬ অপরাহ্ণ


চারঘাট ও বাঘা প্রতিনিধি
রাজশাহীর চারঘাট ও বাঘায় ৭২৩ পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। গত রোববার দুপুরে চারঘাটে ও গতকাল সোমবার সন্ধায় বাঘায় পৃথকভাবে এ বিদ্যুতের উদ্বোধন করা হয়।
চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাসুদেবপুর, মৌলভাগ চাইপাড়া, কালুহাটি, হাবিবপুর, পশ্চিম ভাটপাড়া ও ফকিরপাড়াসহ দুই গ্রামে পৃথকভাবে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ জিএম শ্রী নিতাই কুমার সরকার। স্বাধীনতার পর এবার নতুন বিদ্যুৎ সংযোগ পেল দুই গ্রামের সাড়ে চার কিলোমিটার ও ৩৮৪টি পরিবার। গত রোববার দুপুর ১২টায় উপজেলা ৯ নম্বর ওর্য়াড আওয়ামীলীগ সভাপতি জিল্লুর এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ চারঘাট জোনাল অফিস ডিজিএম আবদুল কাদের, নিমপাড়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মন, ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মেছের আলী, সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম, ৩নম্বর ওর্য়াড আওয়ামী লীগ সভাপতি আসলাম আলী, ৯ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতাকর্মীবৃন্দ। উপজেলা নিমপাড়া ইউনিয়নের হতপল্লি গ্রামে দীর্ঘদিন পর বর্তমান সরকার প্রচেষ্টায় নতুন বিদ্যুৎ সংযোগ পেয়ে হাসি ফুটলো ৩শ ৮৪টি পরিবারের মাঝে। বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রার ছোয়া পেয়ে রাজীব কুমার সাংবাদিকদের হাস্য উজ্জল মুখে বলেন আমরা বিদ্যুৎ আলো পেয়ে খুবই আনন্দিত।
এদিকে গতকাল সোমবার সন্ধ্যায় নাটোর পল¬ী বিদ্যুৎ সমিতির ২ এর উদ্যোগে বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা, হরিনা, দিঘা দাবিয়াতলা, আঠালীপাড়া, হেদাতীপাড়া, বাউসা, বাউসা পূর্বপাড়া, আড়ানী, গোচর, কুশাবাড়িয়া, নুরনগর এলাকার ৩৩৯ পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন নাটোর পল¬ী বিদ্যুৎ সমিতি ২ জেনারেল ম্যানেজার নিতাই কুমার সরকার। আয়োজিত নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বাধনী অনুষ্ঠানে বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম টগরের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ