চারঘাট প্রেসক্লাবের উদ্যোগে দুস্থ,গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট: জানুয়ারি ১৯, ২০২৫, ৯:২৬ অপরাহ্ণ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি


রাজশাহীর চারঘাট প্রেসক্লাবের উদ্যোগে দুস্থ,গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন এর সহযোগিতায় চারঘাট প্রেসক্লাবের কার্যালয়ে অসহায়, গরীব ও ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চারঘাট পৌরসভার বিভিন্ন এলাকার প্রতিবন্ধী, হতদরিদ্র ও ভিক্ষুকদের মাঝে কম্বল বিতরণ করা হয়। দিনে রাতে বিভিন্ন সড়কে কনকনে শীতে রাত যাপন করে তাদের মাঝে কম্বল বিতরণ করে চারঘাট প্রেসক্লাব।

এসময় উপস্থিত ছিলেন চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সহ সভাপতি ময়েন উদ্দিন পিন্টু, সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান,যুগ্ম সম্পাদক মাইনুল হক সান্টু ,সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আশা, অর্থ সম্পাদক মিঠু রানা,দপ্তর সম্পাদক কে এম জুবায়ের ইসলাম,প্রচার সম্পাদক মোহায়মিনুর হক স্বপনসহ সকল সদস্যবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ