রবিবার, ২৬ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১২ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
চারঘাট প্রতিনিধি
চারঘাট প্রেসক্লাবের সভাপতি এসএম মোজাম্মেল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু-সোনার দেশ
রাজশাহীর চারঘাট উপজেলার চারঘাট প্রেসক্লাবের নিবার্চন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
চারঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এসএম মোজাম্মেল হকের সভাপতিত্বে নিবার্চন অনুষ্ঠানে উৎসব মুখর পরিবেশে আলোচনায় সভার সম্মতিক্রমে তৃতীয়বার সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক এসএম মোজাম্মেল হক এবং দৈনিক যায়যায়দিন ও সোনার দেশ রাজশাহী চারঘাট প্রতিনিধি নজরুল ইসলাম বাচ্চু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এছাড়াও সহ-সভাপতি এশিয়ান এইজ ওবায়দুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজ মাইনুল হক সান্টু, অর্থ সম্পাদক দৈনিক ভোরের দর্পণ ময়েন উদ্দিন পিন্টু, সিনিয়র সদস্য লালগোলাপ ও অনলাইন প্রভাতী নিউজ পোর্টাল খোরসেদ আলম, সাংগঠনিক সম্পাদক ভোরের ডাক আতিকুর রহমান আশা ও প্রচার সম্পাদক দৈনিক সোনার দেশ ফটোসাংবাদিক দোয়েল হোসেনসহ ১০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।