রবিবার, ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাট উপজেলা সীমান্তে ৯৪৫ বোতল ফেনসিডিল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিতে পিরোজপুর থেকে এই ফেনসিডিল উদ্ধার করা হয়।
রোববার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন রাজশাহী-১ বিজিবি অধিনায়ক। বিজ্ঞপ্তিতে বলা হয় রাজশাহী ব্যাটালিয়ন-১ এর অধীনে মীরগঞ্জ বিওপির ৭ সদস্যের টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছিল। সীমান্ত পিলার ৭৮/৪-এস হতে ১ কিলোমিটার দূরে বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর গ্রামে মালিকবিহীন ৯৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য স্থানীয় চারঘাট থানায় জমা করা হয়েছে বলে জানানো হয়েছে।