চারঘাট হতে আগ্নেয়াস্ত্রসহ হাতবোমা-ককটেল তৈরির বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার।

আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ৬:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


সিপিএসসি, র‌্যাব-৫ এর গোয়েন্দা দল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১:৩০ টায় রাজশাহীর চারঘাট থানার পাকিয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল (গধফব রহ টঝঅ) – ০১ টি, ওয়ান শুটারগান-৩ টি, বিদেশি পিস্তলের ম্যাগাজিন-১ টি, গুলি-৮ রাউন্ড, হাতবোমা-ককটেল তৈরির বিস্ফোরক দ্রব্যাদি আনুমান ৩.১৫০ কেজি উদ্ধার করে। খবর বিজ্ঞপ্তির।

র‌্যাব এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চারঘাট থানাধীন মুক্তারপুর পাকিয়ানপাড়া গ্রামস্থ এলাকায় কতিপয় চরমপন্থী ও সন্ত্রাসী গ্রুপ কর্তৃক দীর্ঘদিন ধরে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সরঞ্জামাদি লোকচক্ষুর আড়ালে পরিত্যক্ত অবস্থায় নদীর ধারে ফসলি জমিতে বস্তার ভিতর ফেলে রেখে যায়। উক্ত তথ্যের প্রেক্ষিতে র‌্যাব -৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি আভিযানিক দল ওই স্থানে গভীর রাতে অভিযান পরিচালনা করে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য ও গুলি উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে জানা যায় যে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য ও গুলি বর্তমান পরিস্থিতিকে আরো অশান্ত ও বিশৃঙ্খলাপূর্ণ করে তোলার লক্ষ্যে কতিপয় সন্ত্রাসীগ্রুপ দীর্ঘদিন হতে সংগ্রহ করে আসছিল। বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানের কারণেই তারা এ সকল আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখতে পারে বলে ধারণা করা হয়। উক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষে র‌্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
এ ব্যাপারে চারঘাট থানায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version