রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত চারণ কবি বিজয় সরকারের ৩৮তম মৃত্যু দিবস আজ।।
অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা, চারণকবি, গীতিকার ও গায়ক বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নবকৃষ্ণ অধিকারী ও মাতার নাম হিমালয়া দেবী।
১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের বেলুড়িয়া নামক স্থানে কন্যা বুলবুলির বাড়ি বিধান পল্লীতে তিনি মৃত্যুবরণ করেন। সেখানেই তাকে সমাহিত করা হয়। শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৩ সালে মরণোত্তর একুশে পদকে ভুষিত হোন উপমহাদেশের প্রখ্যাত এ চারণ-কবি।
অজপাঁড়াগায়ে জন্মগ্রহণ করেও তিনি (বিজয় সরকার) লোকসঙ্গীত ও কবিগান রচনা করে ও গেয়ে সবার মাঝে আলো ছড়িয়েছিলেন। তাঁর রচিত আধ্যাত্মিক গান আজও সবার মনে-প্রাণে নাড়া দেয়। গান রচনার মধ্য দিয়ে তিনি সমাজ থেকে কুসংস্কার দূর করার চেষ্টা করেছিলেন। আমাদের সবাইকে যে একদিন পরপারে পাড়ি দিতে হবে সেকথাটিও তিনি গানের মাঝে সবাইকে বুঝিয়েছেন। বিজয় সরকারের ভক্তরা তাঁর গানের স্বরলিপি সংরক্ষণ, নড়াইলে বিজয় সরকারের নামে ফোকলোর ইনস্টিটিউট প্রতিষ্ঠা ও ডুমদীতে বিজয় স্মৃতি কমপ্লেক্স নির্মাণ জোর দাবি জানিয়েছেন।