সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরিক্ষায় ২০২২ এর তৃতীয় দিনের পরিক্ষায় চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) পরিক্ষায় অসুপায় অবলম্বনের দায়ে ওই শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়। রাজশাহী শিক্ষা বোর্ডের পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বহিস্কৃতরা হলো: জয়পুরহাটের রতনপুর উচ্চ বিদ্যালয়ের পরিক্ষার্থী সামিউল ইসলাম, বারকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রমিলা রাণী, বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয়ের কুমারী সুরভী বর্মণ এবং একই প্রতিষ্ঠানের কুমারী শ্রাবনী রানী সাথী।
এদিকে, রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনস্ত পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যাতা, ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ১ লক্ষ ৯২ হাজার ৮৮৪ জন পরিক্ষার্থীর মধ্যে ১ লক্ষ্য ৯১ হাজার ১২ জন পরিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮৭২ জন শিক্ষার্থী। এরমধ্যে রাজশাহী জেলার ৩২৯ জন।