বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীতে চার বছর বয়সি এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জাহাঙ্গীর আলম (৩০) নামে এক নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশ। জাহাঙ্গীর রাজশাহীর চারঘাট উপজেলার সারদা সাদিপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
নগরীর বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওয়ারেশ আলী জানান, গতকাল রোববার নগরীর ষষ্ঠীতলা এলাকায় একটি ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন জাহাঙ্গীর। বিকেল ৫টার দিকে ওই ভবনের পাশে খেলছিল দুই শিশু। জাহাঙ্গীর চকলেট দেয়ার লোভ দেখিয়ে ওই দুই শিশুকে নির্মাণাধীন ভবনের একটি কক্ষে নিয়ে যান। এরপর তিনি এক শিশুকে ধর্ষণের চেষ্টা করলে অন্য শিশু পালিয়ে গিয়ে বাসায় খবর দেয়। এ সময় ওই শিশুর পরিবারের সদস্যরা জাহাঙ্গীরকে হাতেনাতে আটক করেন। পরে পুলিশে খবর দেয়া হলে তাকে থানায় নেয়া হয়।
এসআই ওয়ারেশ আরও জানান, এ ঘটনায় ওই শিশুর বাবা ধর্ষণ চেষ্টা অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছে। আজ সোমবার সকালে আটক জাহাঙ্গীরকে আদালতে হাজির করা হবে।