শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
পুতিন কিমের সাক্ষাৎ, ছবি: রয়টার্স
সোনার দেশ ডেস্ক :
রাশিয়ায় সফররত বহুল আলোচিত উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে দেখা করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে ভোস্টোচনি কসমোড্রোমে কিমকে স্বাগত জানান রুশ প্রেসিডেন্ট। এ সময় তারা একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করেন।
বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিম ও পুতিন ভোস্টোচনি কসমোড্রোমে দেখা করেছেন। যেখানে তারা বিভিন্ন ইস্যুতে কথা বলছেন। রাশিয়ার পূর্বে একটি আধুনিক মহাকাশ কেন্দ্রে দুই নেতার বৈঠকে অনুষ্ঠিত হচ্ছে। ২০১৯ সালের পর দু’জনের এটাই প্রথম সাক্ষাৎ।
পুতিন কিমকে বলেন, ‘আপনার ব্যস্ত সময় সূচিতেও আমন্ত্রণ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে দেখে খুবই খুশি হয়েছি। এটি নতুন কসমোড্রোম।’ আমন্ত্রণ জানানোয় পুতিনকেও ধন্যবাদ জানান কিম।
জানা গেছে, স্যাটেলাইট তৈরি, অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা চলছে। বৈঠকের শুরুতেই উত্তর কোরিয়াকে স্যাটেলাইট বানাতে সহযোগিতা করবে কীনা মস্কোÑ এ বিষয়ে প্রশ্ন রেখেছেন কিম জং। জবাবে, পুতিন বলেছেন এ জন্যই আপানাকে মস্কোতে আমন্ত্রণ জানানো হয়েছে।
উত্তর কোরিয়া তার কক্ষপথে গোয়্ন্দো স্যাটেলাইট স্থাপনে দুবার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। ধারণা করা হচ্ছে, এ বিষয়ে কিম মস্কোর সহযোগিতা চাইবে এবং দুই দেশ চুক্তিতে পৌঁছাবে।
বৈঠকে কিমের বোন কিউ ইয়ো জং, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগোসহ আরো অনেকে অংশ নিয়েছেন।
তথ্যসূত্র: আল জাজিরা, বিবিসি, বাংলাট্রিবিউন