চালককে হত্যা করে রিকশা ছিনতাই একমাত্র আসামি গ্রেফতার

আপডেট: অক্টোবর ৫, ২০২৪, ১১:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশায় ছিনতাইয়ের একমাত্র আসামি গ্রেফতার করেছে র‌্যাব-৫। শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাতে তাকে পবা উপজেলার দামকুড়া থানার কাদিরপুর দিঘীপাড়া এলাকা গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামির নাম মাসুম আলী (৩৮)। তিনি কাদিরপুর দিঘীপাড়া এলাকার আবদুস সালামের ছেলে। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ সেপ্টেম্বর বিকেলে ভিকটিম সাজামুল তার ভাড়ায়চালিত অটোরিকশা নিয়ে বের হয় কিন্তু রাতে আর বাসায় ফেরেনি। পরের দিন বেলা ১১ টার দিকে দামকুড়া থানাধীন কাদিরপুর ল পাড়া এলাকার আমবাগানের রাস্তায় চশমা ও জুতা দেখতে পেয়ে স্থানীয় লোকজন ভিকটিম সাজামুলের বাসায় খবর দেয়। পরবর্তীতে ভিকটিমের পরিবার এসে আমবাগানের জঙ্গলে গিয়ে খোঁজাখুজি করে সাজামুলের মরদেহ শনাক্ত করে। পরবর্তীতে একই দিন সাজামুলের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত আসামী করে দামকুড়া থানায় মামলা দায়ের করে।

আসামী মাসুম ঘটনার দিন রাতেই এলাকা ত্যাগ করে পাবনা ও রাজশাহীর বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মাসুম সাজামুল হত্যার ঘটনার সত্যতা স্বীকার করে। গ্রেফতার মাসুমকে পরবর্তীতে দামকুড়া থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়। আদালত তাকে মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version