শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে চালক ফোনে কথা বলার সময় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পথচারীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২০ জন। গতকাল রোববার দুপুর ১২টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার লক্ষীপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আহত যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাস (রুমাইয়া পরিবহণ বগুড়া-জ-০৪-০০৫২) ফুলবাড়ী থেকে বিরামপুর যাওয়ার পথে বাসচালক মোবাইলে কথা বলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে লক্ষিপুর নামকস্থানে রাস্তার পশ্চিম পার্শ্বের খাদে পড়ে যায়। এতে বাস চাপায় পথচারী ফুলবাড়ী উপজেলার কিসমত লালপুর গ্রামের মৃত কুমোদ চন্দ্র রায়ের ছেলে স্থানীয় রেস্টুরেন্ট ব্যবসায়ী পশুরাম (৬০) এবং অজ্ঞাত এক যুবক (২০) নিহত হয়। এসময় বাসে থাকা ২০ জন যাত্রী আহত হয়।
খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। লাশ উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। আহতদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব জানান, অজ্ঞাত ব্যক্তির পরিচয় উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে। বাস চালক পলাতক রয়েছেন। এই দুর্ঘটনার মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।