শনিবার, ২১ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৭ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
মিনহাজ ফয়সল
দলের সবাই হাসছে দেখে
অবাক দুষ্টু শেয়াল
চিন্তা করে কী হয়েছে
হচ্ছে নাতো খেয়াল!
হতাশ হয়ে চারিদিকে
বোকার মতো তাকায়
হুক্কা হুয়া ডেকে সবে
মুখটা তখন বাঁকায়।
মাটির মাঝে বসে পড়ে
দেহের মাঝে তেজ নেই,
খেয়াল করে অবাক হলো
পেছনে তো লেজ নেই।
বুদ্ধিমানের বেশ ধরে যে
পারে যতো জ্বালাক
শিক্ষা পাবে হঠাৎ যখন
বোকা হবে চালাক!