চালের বাজার নিয়ন্ত্রণে সভা বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলেই হবে জেল-জরিমানা

আপডেট: জানুয়ারি ২৫, ২০২৪, ১০:২৯ অপরাহ্ণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় নির্ধারনে চাঁপাইনবাবগঞ্জের চালকল মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন।

এ সময় তিনি মিলগেটে চালের মূল্য প্রদর্শনের পাশাপাশি চালের বস্তায় তারিখসহ মূল্য লিখে দেওয়ার বিষয়ে মিলারদের প্রতি আহ্বান জানান। এসময় তিনি আরো বলেন, অবৈধ মজুদের মাধ্যমে বাজার অস্থিতিশীল করার কেউ চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে। একবার কালো তালিকাভুক্ত হলে তার খাদ্যের ব্যবসা কি কোন ব্যবসায় তিনি করতে পারবেন না।

সভায় খাদ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব প্রদিপ কুমার দাস, অতিরিক্ত মহা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক আনিছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, চালকল মালিক আকবর হোসেনসহ অন্যরা বক্তব্য দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ