মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ১ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
মুক্তিযুদ্ধকালীন কমান্ডার সফিকুর রহমান রাজার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হবে। তিনি নগরীর লক্ষ্মীপুর সিডিএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকার বিএসএইচ হাসপাতালে নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৭ টায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন। সিটি মেয়র এএইচএম খায়রুজামান লিটনের উদ্যোগ ও সহযোগিতায় তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। সেখানে তিনি ডা. রাজিউর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীনে থাকবেন। বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান রাজা তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, তিনি মুক্তিযুদ্ধকালীন ৭ নম্বর সেক্টরের গেরিলা বাহিনীর কমান্ডার ছিলেন। রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের সকলেই তার সুস্থতা কামনা করেছেন। একই সাথে বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান রাজার চিকিৎসার ব্যাপারে উদ্যোগ গ্রহণকরায় নগরীর মুক্তিযোদ্ধারা মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।