চিনের হয়ে গুপ্তচরবৃত্তি, মার্কিন নৌ-কর্মকর্তার কারাদণ্ড

আপডেট: জানুয়ারি ৯, ২০২৪, ১:২৪ অপরাহ্ণ

ছবি সংগৃহীত

সোনার দেশ ডেস্ক :


চিনের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাষ্ট্রের এক নৌ-কর্মকর্তাকে দু’বছরের বেশি কারাদণ্ড দেয়া হয়েছে। ওই কর্মকর্তা স্বীকার করেছেন যে, তিনি চিনকে সামরিক বাহিনির স্পর্শকাতর তথ্য দিয়েছেন। গত অক্টোবরে ওয়েনহেং ঝাও (২৬ ) নামের ওই কর্মকর্তা ঘুষের বিনিময়ে চিনা গোয়েন্দাদের কাছে তথ্য দেয়ার কারণে দোষী সাব্যস্ত হয়েছেন। খবর বিবিসির।

ক্যালিফোর্নিয়ার একটি নৌ-ঘাঁটিতে কর্মরত ছিলেন ওয়েনহেং ঝাও। তিনি ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সামরিক মহড়া, অপারেশনাল অর্ডার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সম্পর্কে চিনের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে তথ্য দিয়েছেন বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মার্কিন নৌবাহিনির বড় ধরনের সামরিক মহড়া সম্পর্কে তথ্য প্রদান করেন তিনি। জাপানের ওকিনাওয়া দ্বীপে মার্কিন ঘাঁটিতে অবস্থিত একটি রাডার সিস্টেমের জন্য বৈদ্যুতিক চিত্র এবং ব্লুপ্রিন্টও চিনা কর্মকর্তাদের কাছে সরবরাহ করেছেন ওই কর্মকর্তা।
তথ্যসূত্র: জাগোনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ