চিনে দোকানে আগুন লেগে ৩৯ জনের মৃত্যু

আপডেট: জানুয়ারি ২৫, ২০২৪, ১২:২৭ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :চিনের জিনয়ু শহরে এক অগ্নিকাণ্ডে ৩৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো ৯ জন।
কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছেন।
বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে জিনয়ু শহরে একটি দোকানের বেজমেন্টে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। তবে অপর একটি সূত্র জানায় স্থানীয় সময় বিকেল ৩টার দিকে একটি রাস্তার দোকান থেকে এই আগুন লাগে। আল আল জাজিরা এ খবর দিয়েছে।

চিনা টেলিভিশন সিসিটিভি ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে ভবনের ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছিল এবং লোকজনকে আতঙ্কে জানালা দিয়ে লাফ দিতে দেখা যায়।

এটিকে নিরাপত্তা ঘাটতিজনিত দুঃখজনক দুর্ঘটনা উল্লেখ করে কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখতে বলেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
এর আগে গত শুক্রবার চিনের হেনান প্রদেশের ইয়ানশানপু গ্রামে একটি বিদ্যালয়ের হোস্টেলে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়।
তথ্যসূত্র: বাংলানিউজ