চিনে বিদ্যালয়ে ছুরি নিয়ে হামলা নারীর, নিহত ২

আপডেট: মে ২২, ২০২৪, ১২:১৩ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


দক্ষিণ চিনের জিয়াংজি প্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ে ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক নারী। ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আহত ১০ জন। গুইক্সি শহরের ওই স্কুলে সোমবার (২০ মে) দুপুরে হামলার ঘটনাটি ঘটে বলে জানিয়েছে জিয়াংজি প্রদেশের পুলিশ।

পুলিশ জানিয়েছে, ৪৫ বছর বয়সী এক নারী এই হামলা চালিয়েছে। ইতোমধ্যেই হামলাকারী নারীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কেন এই হামলা তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, চিনে ৬ থেকে ১২ বছর বয়সী ছেলেমেয়েরা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে।

সম্প্রতি চিনে ছুরি হামলার ঘটনা বেড়েছে। গত বছরের মে মাসে দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশের একটি হাসপাতালে ছুরির আঘাতে দু’জন মারা যান। আহত হন ২১ জন। আবার গত বছরের আগস্টে একটি জায়গায় ছুরি হামলায় সাত জন মারা যান।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ