চিনে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১২৭

আপডেট: ডিসেম্বর ২০, ২০২৩, ১:০৯ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


চিনে কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১২৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৭শোরও বেশি মানুষ। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।
শুধু প্রাণহানিই নয়, এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিপুল সংখ্যক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া ছাড়াও রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় সোমবার (১৮ ডিসেম্বর) মাঝরাতে গানসু প্রদেশ ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ওই ভূমিকম্পে কেঁপে ওঠে। প্রতিবেশী কুইনঘাই প্রদেশ থেকেও কম্পন অনুভূত হয়েছে।

গানসুতে ভূমিকম্পের কয়েকঘণ্টা পর স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ৫ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্পে কেঁপে ওঠে শিনজিয়াং প্রদেশ। সেখানে ক্ষয়ক্ষতির খবর এখনও জানা যায়নি।

ভূমিকম্পে অধিক ক্ষতি হয়েছে গানসু প্রদেশে। গানসুর জিশিশান কাউন্টির স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে ৫ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে ভূমিধসে বহু ঘরবাড়ি এবং সড়কও ধসে গেছে।

পুরো অঞ্চলজুড়ে রাস্তাঘাট, বিদ্যুৎ-পানি সরবরাহ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। গানসুতে ধসে পড়া বাড়িঘরের নিচে অনেক মানুষ আটকে থাকলেও তীব্র ঠাণ্ডার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
তথ্যসূত্র: বিডিনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ