চিনে সুড়ঙ্গ পথের দেয়ালে বাসের ধাক্কা, মৃত ১৪

আপডেট: মার্চ ২০, ২০২৪, ২:০৩ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:


উত্তর চিনে একটি যাত্রীবাহী বাস সুড়ঙ্গ পথের দেয়ালে নিয়ন্ত্রণ হারিয়ে জোরে ধাক্কা দিলে ১৪ জন মারা গেছেন বলে জানা গেছে। আহত হয়েছেন ৩৭ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে শানসি প্রদেশের হুবেই এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে অপর একটি দুর্ঘটনায় মঙ্গলবার পূর্ব চিনে তিন জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। ঝেজিয়াং প্রদেশে একটি ভোকেশনাল স্কুলে আচমকাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক ব্যক্তিকে ধাক্কা দেয়। আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন