সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
চিনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে কয়েকটি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে। শনিবার জিনইয়াং প্রদেশের পুলিশ এ খবর জানায়।
শনিবার সকালে জিনইংয়াং-এর জিজিয়ান কাউন্টির একটি একপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
সড়কের দুই কিলোমিটার দীর্ঘ এলাকায় ৪০টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে।
পুলিশ জানায়, ৬টি পৃথক যানবাহনে ৮ জন লোকজন লোক আটকা পড়েছিলো।
দুর্ঘটনা কবলিত লোকজনকে উদ্ধারে তিনটি ফায়ার ইঞ্জিন ও ১৭ জন ফায়ার ফাইটার পাঠানো হয়। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
ঘটনার কারণ উদঘাটনের তদন্ত চলছে।- বাসস