সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
প্রতিপক্ষ জানা গেছে। চূড়ান্ত হয়েছে ফিকশ্চারও। চলছে এশিয়া কাপ হকির ক্ষণ গণনা। ১১ অক্টোবর ঢাকার মওলানা ভাসানি স্টেডিয়ামে শুরু হবে এশিয়া কাপ হকির দশম আসর। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। দীর্ঘ ৩২ বছর পর এশিয়ার হকির সবচেয়ে বড় এ টুর্নামেন্টের আয়োজক হয়েছে বাংলাদেশ। ১৯৮৫ সালে ঢাকায় বসেছিল এশিয়া কাপ হকির আসর।
আয়োজক হিসেবে সফল হওয়ার পাশপাশি দলের একটা সম্মানজনক ফলাফলের লক্ষ্যে জাতীয় দলের প্রস্তুতি শুরু হয়েছে আগেই। দেশের সবচেয়ে অভিজ্ঞ ও সফল কোচ মাহবুব হারুন জিমি-আশরাফুলদের ঘাম ঝড়াচ্ছেন ৮ জাতির এ টুর্নামেন্টে ষষ্ঠ হওয়ার লক্ষ্য নিয়ে। কেবল দেশেই নয়, হকি দলের প্রস্তুতির জন্য দেশের বাইরেও অনুশীলন ম্যাচ খেলানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। যার অংশ হিসেবে বৃহস্পতিবার চিনের পথে উড়াল দেবেন জিমিরা। দেশটির গানসু প্রদেশের বিভিন্ন দলের বিরুদ্ধে ৮ টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানে জিমিদের প্রথম ম্যাচ রোববার।
শুরুতে পরিকল্পনা ছিল হকি দলকে ভারত ও মালয়েশিয়া পাঠিয়ে ম্যাচ খেলানোর। পরে মালয়েশিয়ার পরিবর্তে চিন সফরের পরিকল্পনা নেয় ফেডারেশন। তবে এখন ভারত সফরও অনিশ্চিত হয়ে পড়েছে জিমিদের। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক জাগো নিউজকে বলেছেন, ‘দলকে ভারত পাঠাব কিনা তা নিশ্চিত নয়। কারণ ভারতে আমরা সেভাবে সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারছি না। ওখানে আমাদেরই থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে। এমন কী মাঠও ভাড়া করতে হবে আমাদের। যে কারণে ভারত দল পাঠাব কিনা তা ভেবে দেখছি।’
প্রধান কোচ মাহবুব হারুন চিন নিয়ে যাচ্ছেন ২২ খেলোয়াড়। সঙ্গে যাচ্ছেন সহকারী কোচ আলমগীর আলম। টুর্নামেন্ট শুরুর আগে এখান থেকে ১৮ সদস্যের চূড়ান্ত দল করবেন কোচ। চিনে প্রস্তুতি ম্যাচ শেষে ১৯ আগস্ট দেশে ফিরবে দল।
চিন সফরের জন্য বাংলাদেশ দল : মামুনুর রহমান চয়ন, অসীম গোপ, মইনুল ইসলাম কৌশিক, সারোয়ার হোসেন, রাসেল মাহমুদ জিমি, দীন ইসলাম ইমন, আবু সাইদ নিপ্পন, রেজাউল করিম বাবু, ফরহাদ হোসেন সিতুল, রুম্মন সরকার, মোহাম্মদ নাইমুদ্দিন, আশরাফুল ইসলাম, মিলন হোসেন, খোরশেদ উর রহমান, মোহাম্মদ আরশাদ, ইমরান হোসেন পিন্টু, হাসান যুবায়ের নিলয়, পুস্কার ক্ষিসা মিমো, সোহানুর রহমান সবুজ, মাহবুব হোসেন, ফজলে হোসেন রাব্বি ও মোহাম্মদ মহসীন।