‘চুক্তি না হলে বাংলাদেশ সফর বাতিল’

আপডেট: আগস্ট ২, ২০১৭, ১২:৫১ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ বলেছেন তারা এখনো নিশ্চিত নন এই মাসে নির্ধারিত সফরে বাংলাদেশে যাবেন কি না। ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে চলমান চুক্তি সংক্রান্ত ঝামেলটা শেষের পথে শোনা গিয়েছিল সোমবার। কিন্তু মঙ্গলবারের কোনো ঘোষণা আসেনি। এর মধ্যে এদিনই স্মিথ বলে দিলেন, ‘সফরে যেতে চাই। কিন্তু অনেক আগে থেকেই বলে আসছি আমাদের আগে চুক্তিটা সারতে হবে।’
গত দুদিন ধরে মেলবোর্নে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সংস্থা (এসিএ) ম্যারাথন বৈঠক করছে। সেখানে শান্তির হাওয়া বয়ে যাওযার কোথা শোনা গিয়েছে। দেশটির মিডিয়ায় সংবাদ হয়েছে, বাংলাদেশ সফর বাঁচাতে ক্রিকেট অস্ট্রেলিয়া চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু মঙ্গলবারই আবার দেশটির মিডিয়ায় খবর, এখনো খেলোয়াড়রা, তাদের সংগঠন ও ক্রিকেট বোর্ড সমঝোতায় পৌঁছাতে পারে নি।
আর এদিন স্মিথ উদাহরণ টানলেন। তাদের সিদ্ধান্তেই গেল মাসের শুরুতে অস্ট্রেলিয়া ‘এ’ দল দক্ষিণ আফ্রিকা সফর বয়কট করেছে। তাহলে চুক্তি না হলে তারা বাংলাদেশ সফরে যান কিভাবে? স্মিথের ভাষায়, ‘এ দল সফরে না যাওয়ার কঠিন সিদ্ধান্তে পৌঁছানোর পর এখন আমাদের সফরে যাওয়া অন্যায় হবে বলেই মনে করি আমি। সিএ তা জানে। তাদেরকে তা বলা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে (সিএর টিম পারফরম্যান্সের নির্বাহী ব্যবস্থাপক) প্যাট হাওয়ার্ডকে বলেছি চুক্তি না হলে কি হতে পারে সে বিষয়ে।’
আগস্টের ১৮ তারিখ বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। খেলার কথা দুই টেস্টের সিরিজ। তার আগে ১০ আগস্ট থেকে তাদের ডারউইনে ক্যাম্প শুরু করার কথা। কিন্তু এখন পর্যন্ত এর সবই অনিশ্চিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ