শিবগঞ্জে নারী প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ

আপডেট: মার্চ ১৩, ২০২৪, ৯:৫৭ অপরাহ্ণ


শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের ২৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ২৯ লাখ ৮৮ হাজার ৯’শ টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) বিকেলে উপজেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা-পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে এসব চেক তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

চেক বিতরণ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি শিউলী বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক সভাপতি বজলুর রশিদ সোনু, বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিক্ষক রুবেল ইসলাম।