চেম্বারের নব-নির্বাচিত পরিচালনা পর্ষদকে ফুলেল শুভেচ্ছা

আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৩, ৯:১২ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৪-২০২৬ দ্বি-বার্ষিক মেয়াদে নব-নির্বাচিত পরিচালনা পর্ষদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বোর্ড রুমে বেলা ১২টায় এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু পর্ষদের পক্ষে আগত ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি, রাজশাহী জেলা শাখা, রাজশাহী সিটি পাদুকা ব্যবসায়ী মালিক সমিতি, রাজশাহী স্বর্ণ ব্যবসায়ী সমিতি, রাজশাহী সাহেববাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি, বেকারী মালিক সমিতি, মুড়িপট্টি ব্যবসায়ী সমিতি, শিরোইল কাঁচাবাজার ব্যবসায়ী সমিতি ও ইলেকট্রিক ব্যবসা সমিতির নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ