রবিবার, ২২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
ইজরায়েলের বেন গুরিয়ন ইউনিভার্সিটির গবেষকরা সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন—এআই-চালিত চ্যাটবট ‘জেলব্রেক’ বা নিরাপত্তা নিয়ম ভাঙার মাধ্যমে বিপজ্জনক ও অবৈধ তথ্য সহজলভ্য করে তুলছে। গবেষণায় দেখা গেছে, চ্যাটজিপিটি, জেমিনি, ক্লদ-এর মতো উন্নত এআই মডেলগুলোকে চাতুর্যপূর্ণ প্রম্পটের মাধ্যমে সহজেই ফাঁকি দিয়ে হ্যাকিং, ড্রাগ বানানো, সাইবার অপরাধ বা বোমা তৈরির মতো তথ্য বের করা যাচ্ছে।
গবেষক মাইকেল ফায়ার বলেন, “চোখ খুলে দিয়েছে এই গবেষণা—এই জ্ঞানভা-ারে কী ধরনের তথ্য আছে তা রীতিমতো ভয়াবহ।”
প্রফেসর লিওর রোকাচ বলেন, “এই হুমকি অন্য সব প্রযুক্তিগত ঝুঁকিকে ছাপিয়ে গেছে, কারণ এটি একই সঙ্গে সহজলভ্য, দ্রুত ছড়ায় এবং খাপ খাইয়ে নিতে পারে।”
গবেষণায় এমন এক ‘ইউনিভার্সাল জেলব্রেক’ তৈরি করা হয়েছে, যা একাধিক নামী চ্যাটবটকে নিয়ম ভাঙাতে বাধ্য করেছে। এর ফলে তারা সহজেই অবৈধ কার্যকলাপের স্পষ্ট নির্দেশনাও দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এসব “ডার্ক এলএলএম” আসলে লাইসেন্সবিহীন অস্ত্রের মতোই ঝুঁকিপূর্ণ। নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন—সতর্কভাবে প্রশিক্ষণ ডেটা বাছাই, বিপজ্জনক প্রশ্ন রুখতে ফায়ারওয়াল, এবং এআইকে কিছু “ভুলে যেতে শেখানো”।
বিশ্ববিদ্যালয় ও নিরাপত্তা বিশেষজ্ঞরা আহ্বান জানিয়েছেন—শুধু সামনের দিকের সুরক্ষা নয়, বরং মডেল পর্যায়ে আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা ও স্বাধীন নজরদারি জরুরি। না হলে, সাধারণ মানুষের হাতেই বড় ধরনের প্রযুক্তিগত বিপদ চলে আসবে—একটা মোবাইল ফোনই হয়ে উঠতে পারে অপরাধের কারখানা।
তথ্যসূত্র: আজকাল অনলাইন