‘চ্যান্সেলরস ডক্টরাল রিসার্চ মেডেল’ পেলেন পাবিপ্রবি শিক্ষক কামরুজ্জামান

আপডেট: মার্চ ২৭, ২০২৩, ১১:৪৭ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি:


গবেষণায় ‘চ্যান্সেলরস ডক্টরাল রিসার্চ মেডেল’ অর্জন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষক ড.কামরুজ্জামান খান। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান খান তাঁর পিএইচডি গবেষণার জন্য অর্জন করেছেন ‘চ্যান্সেলরস ডক্টরাল রিসার্চ মেডেল’। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড থেকে ২০২১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তাঁর গবেষণার বিষয়বস্তু ছিলো ইনভেসিভ স্পেসিসের ম্যাথম্যাটিক্যাল মডেলিং ও সিমুলেশন। তাঁর গবেষণা ম্যাথমেটিকেল সিমুলেশন, অ্যালগরিদম বর্তমান জগতে প্রিসিশন এগ্রিকালচার, স্পেস রিসার্চ, ন্যানো টেকনোলজিসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

ড. কামরুজ্জামান খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি ফলিত গণিত বিভাগ থেকে ২০০৬ সালে বিএসসি (অনার্স) এবং ২০০৭ সালে মাস্টার্সে উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। পরবর্তীতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০১২ সালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে পাবিপ্রবিতে কর্মরত আছেন।

এছাড়াও তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ডে ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে অনারারি অ্যাসোসিয়েট হিসেবে নিযুক্ত আছেন।
এর আগে তিনি ২০১০ থেকে ২০১২ সালের জানুয়ারি পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
ড. কামরুজ্জামান খান-এর ৫০টির অধিক গবেষণাপত্র বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।বর্তমানে তিনি ওয়েস্ট নাইল ভাইরাস-এর স্প্রেডিং, স্থানীয় স্পেসিস ও জীব বৈচিত্র্যের উপর ইনভেসিভ স্পেসিসের বিরুপ প্রভাব; এবং কৃষিতে ইনভেসিভ স্পেসিসের ক্ষতিকর দিকগুলো নিয়ে গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এক প্রতিক্রিয়ায় ড. কামরুজ্জামান খান বলেন, আমার এই অর্জন শুধু আমার একার নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার। দেশের ও মানুষের জন্য কিছু করতে পারলে নিজেকে গর্বিত মনে করবো। সবার সহযোগিতা আছে বলেই গবেষণায় নিজেকে মেলে ধরার চেষ্টা করছি।