বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাপেল-হ্যাডলি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ডেভিড ওয়ার্নারকে। ১৪ সদস্যের ঘোষিত স্কোয়াডে থাকছেন না উসমান খাজাও। তবে ডাক পেয়েছেন অ্যারন ফিঞ্চ ও শন মার্শ। দুজনকে দিয়েই ওপেনিং কম্বিনেশন সাজানোর চেষ্টায় রয়েছে অসি ম্যানেজমেন্ট।
গত জুলাই থেকে টানা ২৯টি ম্যাচ খেলেছেন ওয়ার্নার। তাই মানসিক ও শারীরিকভাবে ফুরফুরে রাখতেই বিশ্রাম দেয়া হয়েছে তাকে। এমনটি জানিয়ে অন্তর্র্বতী নির্বাচক প্রধান ট্রেভর হনস বলেছেন, ‘গ্রীষ্মে ওয়ার্নার ভালো চাপেই ছিলেন। একটা বিরতি তাকে শারীরিক ও মানসিকভাবে ফুরফুরেই করবে।’ এদিকে ভারত সফরে টেস্ট খেলতেই স্কোয়াডে রাখা হয়নি উসমান খাজাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে না খেললেও দুবাইয়ে অনুশীলন ক্যাম্পে অংশ নেবেন তিনি। অকল্যান্ডে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে পরের সপ্তাহের সোমবার।
অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড, জেমস ফকনার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড, বিলি স্ট্যানলেক।