চ্যাম্পিয়ন্স ট্রফির জটিলতার মাঝে ভারত-পাক লড়াইয়ের সূচি ঘোষণা! ১৫ ডিসেম্বর মুখোমুখি দু’দেশ

আপডেট: নভেম্বর ১৪, ২০২৪, ১২:০৯ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা অব্যাহত। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রোহিত শর্মা, বিরাট কোহলিদের পাকিস্তানে পাঠাবে না জানানোর পর ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দু’দেশের ক্রিকেট কর্তারাই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কর্তাদের চাপে রাখার চেষ্টা করছেন।

এর মধ্যেই নারীাদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সূচি ঘোষণা হল। আগামী ১৫ ডিসেম্বর মুখোমুখি হবে দু’দেশ।
বুধবার নারীদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সূচি ঘোষণা ঘোষণা করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত প্রতিযোগিতা হবে মালয়েশিয়ায়।

প্রথম দিনই পাকিস্তানের মুখোমুখি হবে ভারতের অনূর্ধ্ব ১৯ নারী দল। গ্রুপ ‘এ’তে ভারত, পাকিস্তান ছাড়াও রয়েছে নেপাল। ১৭ ডিসেম্বর নেপালের মুখোমুখি হবে ভারত। ১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। গ্রুপ ‘বি’তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালয়েশিয়া।

দুই গ্রুপের শেষ দু’দল পঞ্চম স্থানের লড়াইয়ে মুখোমুখি হবে ১৮ ডিসেম্বর। ১৯ এবং ২০ ডিসেম্বর হবে সুপার ফোর পর্ব। প্রতিটি দল সুপার ফোরে ওঠা অন্য গ্রুপের দু’টি দলের মুখোমুখি হবে। প্রতিযোগিতার ফাইনাল ২২ ডিসেম্বর।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন

 

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ