শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
কয়েকদিন পরই পর্দা উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফির। ইতোমধ্যে বাংলাদেশ দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে। রাত পর্যন্ত চলেছে জাতীয় দলের রুদ্ধদ্বার অনুশীলন। বুধবারও ম্যাচ পরিস্থিতি বিবেচনা করে অন্শুীলন করছেন নাজমুল হোসেন শান্তরা। আনুষ্ঠানিকভাবে টাইগাররা আজ মিরপুরে অনুশীলন শেষ করবে। তার আগে পুরো দল ও কোচিং স্টাফসহ বিসিবির কর্তারা ফটোসেশনে অংশ নিয়েছে।
আইসিসির বৈশ্বিক আসরগুলোর আগে, যে কোন দলের ফটোসেশন একটা আনুষ্ঠানিকতার অংশ। তবে বাংলাদেশ দল সেই চর্চা থেকে বের হয়ে গিয়েছিল ২০১৯ সালের বিশ্বকাপের পর। নতুন বোর্ডের অধীনে আবারও দেখা গেলো হারিয়ে যাওয়া সেই ফটোসেশন।
এদিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মূল মাঠে ফটোসেশন হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির সকল ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। এছাড়া ফটোসেশনে বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
বাংলাদেশ দল আগামীকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় আরব আমিরাতের উদ্দেশে রওনা হবে। সেখানে ১৭ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শান্তরা।
বাংলাদেশের টুর্নামেন্টের প্রথম ম্যাচও হবে দুবাইয়ে। ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। পরের ম্যাচ পাকিস্তানে। সেখানে ২৪ ফেব্রুয়ারি প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২৭ তারিখ বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন