চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল, জানিয়ে দিল বিসিসিআই

আপডেট: নভেম্বর ৯, ২০২৪, ১২:৩১ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে পাকিস্তান যাবে না ভারতীয় ক্রিকেট দল। নিরপেক্ষ ভেন্যুতে তাঁদের ম্যাচ রাখার আর্জি জানানো হয়েছে। জানা গিয়েছে, নিজেদের সিদ্ধান্তের কথা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে বিসিসিআই। যার ফলে ভারতের ম্যাচগুলো দুবাইয়ে হতে পারে।

বোর্ডের ঘনিষ্ঠ এক সূত্র জানান, ‘বিসিসিআই নিজেদের সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে। নিজেদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায়। দুবাইয়ে ভারতের খেলাগুলো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।’ সূচি ঘোষণা না হলেও প্রায় চূড়ান্ত করে ফেলেছে আইসিসি।

ভারতের খেলার কথা লাহোরে। ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থান জানিয়ে দেওয়ার পর সূচিতে কিছু পরিবর্তন হবে।
সোমবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা হওয়ার কথা ছিল।

কিন্তু বিসিসিআইয়ের সিদ্ধান্তের পর হয়তো আরও কিছুদিন সময় নেবে আইসিসি। নিরপেক্ষ ভেন্যুয়ের ক্ষেত্রে এগিয়ে দুবাই। গত কয়েক বছরে বেশ কয়েকটা হাই-প্রোফাইল টুর্নামেন্ট হয়েছে। সদ্য মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজিত হয় দুবাইয়ে।

বোর্ডের এক সূত্র জানান, ‘দুবাই নিয়ে কোনও সমস্যা নেই। হোটেল নিয়ে সমস্যা নেই। বাকি সবকিছুও সুষ্ঠুভাবে আয়োজিত হয়ে যাবে। দুবাইয়ে হলে পুরো বিষয়টা আইসিসির হাতেও থাকবে।’ ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা। ৯ মার্চ টুর্নামেন্টের ফাইনাল।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ