বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে সময়টা খুব ভালো যাচ্ছে না বার্সেলোনার। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দেই রয়েছে লুইস এনরিকের দল। মঙ্গলবার রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বরুসিয়া মনশেনগ্লাডবাখকে ৪-০ গোলে উড়িয়ে দেয় কাতালানরা। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করে ন্যু-ক্যাম্পের দলটি।
ঘরের মাঠে খেলার ১৬তম মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বিরতির পর আরদা তুরানের হ্যাটট্রিকে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে এনরিকের দল।
চলতি মৌসুমে গ্রুপ পর্বে ২০ গোল করল বার্সা। ২০১১-১২ মৌসুমেও রেকর্ড ২০ গোল করেছিল কাতালানরা। পাঁচ বছর পর সেই নিজেদের রেকর্ডই স্পর্শ করলো তারা।
২০ গোল করার পথে আসরের একেবারে শুরুতে বার্সা ‘ঝড়’ বইয়ে দেয় সেল্টিকের ওপর। স্কটিশ চ্যাম্পিয়নদের ঘরের মাঠে ৭-০ গোলে উড়িয়ে দেন মেসিরা। ফিরতি লেগের জয়টি আসে ২-০ ব্যবধানে। অন্যদিকে মনশেনগ্লাডবাখের মতো ম্যানচেস্টার সিটিকেও ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল কাতালানরা। যদিও ফিরতি লেগে ইতিহাদ স্টেডিয়াম থেকে ১-৩ গোলের হার নিয়ে বাড়ি ফেরে স্প্যানিশ জায়ান্টরা।
১৯৯৮-৯৯ মৌসুমে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ২০ গোল করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ২০১৩-১৪ মৌসুমে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও করে সমান ২০ গোল। বার্সা একমাত্র দল হিসেবে দুবার এমন কীর্তি গড়ে।
এদিকে গ্রুপ পর্বে ২০ গোল করার রেকর্ডের খুবই কাছাকাছি রয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। বুধবার রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এক গোল করতে পারলেই এলিট ক্লাবে যোগ দেবে জার্মান জায়ান্টরা। অন্তত ২ গোল করলে হয়ে যাবে নতুন রেকর্ড।