মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
তন্ময় নিসার
আকাশ তখনো ছিলো, মাথার পরে
লাখোকোটি জনতার ওপর ওর দৃষ্টি
সমান। সমান, সমতাল আগ্রহ
ছন্দমাতাল পদনৃত্যে, পাষাণ ভাঙার গান
শিল্পী, কামার, কুমার, জেলে, তাঁতি, হরিজন
এককণ্ঠে ডাক দেয়, ‘আয় আয় ছুটে ছুটে আয়’
পথ চিনাতে হয় না, পথই চিনিয়ে দেয়
শোষণের যতো দিক। এক দুই তিন
ভাঙন আর যত ক্ষয়, তিনদুগুণে ছয়
নিজেকে মুক্ত করতে মুক্তি দিতে হয়
তোমাকে। আর সরল হিসেবটা মুঠে নিয়ে
তুমি উড়াল দাও- আড়াল কোনো মরণ নয়।