শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
একই ছাঁদনাতলায় হাজির ছয় ভাই। পাত্রীরাও সম্পর্কে ছয় বোন। সবচেয়ে কনিষ্ঠ পাত্রীর বয়স ১৮। তাঁরই প্রাপ্তবয়স্ক হওয়ার অপেক্ষা ছিল পাত্রের পরিবারের। বিয়ের খরচ কমাতে একসঙ্গে এক ডজন পাত্র-পাত্রীর বিয়ে হল একই দিনে, একই পরিবারে। অদ্ভুত বিয়ের আসর বসেছিল পাকিস্তানে।
সম্প্রতি পাকিস্তানের পঞ্জাব প্রদেশে বিয়ের অতিরিক্ত খরচ কমানোর লক্ষ্যে একটি যৌথ অনুষ্ঠানে ছয় বোনকে বিয়ে করেছেন ছয় ভাই।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মাত্র একশো জন অতিথির উপস্থিতিতে ছয় জোড়া বর-কনের চার হাত এক হয়েছে। মজার এই বিয়ের খবর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই হইচই পড়ে গিয়েছে। খরচ বাঁচানোর জন্য অভিনব বিয়ের আয়োজন নিয়ে মজার প্রতিক্রিয়া দিয়েছেন নেটাগরিকেরা।
নিজেদের বিয়ে নিয়ে পাত্রেরা মুখ খুলেছেন সংবাদমাধ্যমে। তাঁরা জানিয়েছেন, ইসলাম মতের বিয়েতে আড়ম্বরের স্থান নেই। বিয়ের পবিত্রতা এবং সরলতা রক্ষাই ছিল এই বিয়ের উদ্দেশ্য। অনেকেই জাঁকজমক করে বিয়ে করতে গিয়ে অপ্রয়োজনীয় খরচ করে ফেলেন। ছয় ভাই-এর কেউই কন্যাপণ নেননি বলে জানা গিয়েছে।
কনের পরিবারের উপর কোনও আর্থিক বোঝা না চাপিয়েই এই বিয়ে সম্পন্ন করা হয়েছে। সমাজের কাছে একটি বিশেষ বার্তা তুলে দেওয়ার উদ্দেশ্যেই অভিনব আয়োজন। অনাড়ম্বর এই বিয়ের খরচ পড়েছে পাকিস্তানি মুদ্রায় এক লক্ষ টাকা। ভারতীয় মুদ্রায় যা মাত্র ৩০ হাজার টাকা।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পাত্রীর সম্পর্কে পাত্রদের তুতো বোন। একসঙ্গে একই পরিবারে সকলের বিয়ে হওয়া খুশি ছয় বোন ও তাঁদের পরিবার।
তথ্যসূত্র: আজকাল অনলাইন