মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১১ নভেম্বর) ক্যাম্পাসের জনবহুল স্থানগুলোতে ‘আমাদের ক্যাম্পাস আমরাই রাখবো পরিষ্কার’ স্লোগান লেখা সংবলিত ডাস্টবিন স্থাপন করেন তারা।
ডাস্টবিন স্থাপনের বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক বলেন, ছাত্রদল সবসময় ছাত্রবান্ধব কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসে সুষ্ঠু ধারার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে আমরা জনাকীর্ণ স্পটগুলোতে ময়লা আবর্জনা রাখার ডাস্টবিন স্থাপন করেছি। অতীতের মতো ভবিষ্যতেও ছাত্রদল ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখতে ছাত্র বান্ধব কর্মসূচি অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমি মনে করি ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখা সকল শিক্ষার্থীর দায়িত্ব এবং কর্তব্য।
এসময় উপস্থিত ছিলেন রাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তাকবীর আহমেদ ইমন, ছাত্রদল নেতা মিনারুল ইসলাম, আবু তালহা, জাকির হোসেন, রায়হান ইবনে তাহের, সবুজ শাহরিয়ার, সৈয়দ সাজহারুল ইসলাম সাজু, রায়হান কবির রিজভী, আহসানুল কবীর, মেহেদী হাসান জেমস, এসআর নির্জয়, শেখ রনি, সৈকত খান অন্তু, কামরুল হাসান, রিফাত আহম্মেদ রাফি, শাহরিয়ার হোসেন, রাবিত আহম্মেদ, বেল্লাল শিকদার, মাহিন, আরাফাত, সারোয়ারসহ বিভিন্ন হল ও অনুষদের নেতাকর্মীবৃন্দ।